Covid Positive : কোভিড বিধি মানার পরেও 'পজিটিভ' স্বরা ভাস্কর, বিশাল দাদলানি
বেড়েই চলেছে করোনার সংক্রমণ। ডবল ভ্যাকসিন নিয়েও অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। সাধারণ মানুষ থেকে তারকা করোনা কাউকে রেহাই দেয়নি। টলিউড থেকে বলিউড একাধিক তারকা কোভিড পজিটিভ হয়েছেন।এবার করোনায় আক্রান্ত হলেন স্বরা ভাস্কর,বিশাল দাদলানি।সোশ্যায় মিডিয়ার মাধ্যমেই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, অনুরাগীদের স্বরা জানান যে, তাঁকেও কাবু করেছেন করোনা। তবে এতে মনোবল বিন্দুমাত্র ভাঙেনি অভিনেত্রীর। খানিক রসিকতা করেই খবরটা দিলেন। হ্যালো কেভিড, এই মাত্র আমার রিপোর্ট পেলাম। পজিটিভ এসেছে। তত্ক্ষণাত্ নিজেকে নিভৃতাবাসে নিয়ে গিয়েছে। করোনার উপসর্গও রয়েছে। শরীরকে কাবু করেছে জ্বর। প্রচণ্ড মাথা ব্যথা। স্বাদ নেই। যেহেতু ডবল ভ্যাকসিন নিয়েছি, তাই আশা করি খুব শিগগিরীরই সেরে উঠব, জানালেন স্বরা ভাস্কর।পাশাপাশি অভিনেত্রী এও জানান যে, গত ৫ তারিখ সন্ধেবেলা থেকেই মৃদু উপসর্গ আঁচ করতে পেরেছিলাম। তখন থেকেই আমি এবং পরিবারের আরও ৫ জন আইসোলেশনে রয়েছি। সমস্তরকম কোভিড সতর্ক বিধি মেনে চলছি। প্রয়োজনে ডবল মাস্ক পরুন। সাবধানে থাকুন। যে বা যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন সকলকে কোভিড টেস্ট করানোর পরামর্শও দিয়েছেন অভিনেত্রী।অন্যদিকে কোভিড টেস্ট কিটের ছবি পোস্ট করে বিশালের মন্তব্য, এটা তাঁদের জানানোর জন্য যে বা যাঁরা বিগত ১০ দিনে আমার সংস্পর্শে এসেছেন। দুঃখের বিষয় সমস্তরকম সতর্কতা অবলম্বন করেও কোভিড রিপোর্ট পজিটিভ এল। তাঁর কথায়, সপ্তাহের মাঝে যেসমস্ত শুটে ছিলাম, সেখানে যথাসম্ভব কোভিড বিধি মেনেই শুটিং হয়েছে, আমি যতদূর জানি। না মাস্ক ছাড়া কোনও লোকের সঙ্গে দেখা করেছি, না এরকম কোনও জিনিস ছুঁয়েছি যেটা স্যানিটাইজড নয়। তা সত্ত্বেও করোনা হল।

